আপনি কি আরেকবার বলবেন ওটা দয়া করে? - Could you repeat that, please?
তুমি কোন সাহসে বাহিরে গেলে? - How dare you go outside?
আমি কিছুটা ইংরেজী বলতে পারি - I can speak a little bit of English
আমি কোরিয়া থেকে এখানে ছুটি কাটাতে এসেছি - I'm taking a vacation from Korea
আপনাকে দেখে ভালো লাগলো - Good to see you
তোমার মন খারপ কেন? - What’s/ bothering you? What’s wrong with you?
তুমি কি কি উপস্থাপনায় দক্ষ? - Are you good at presentation?
আমাকে তার বাড়িতে নিয়ে যেতে পারবেন? - Could you take me to his house?
বাম দিকে যাবেন ম্যাকডোনাল্ড অতিক্রম করার পর - Turn left after you pass McDonalds
সে তার লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল - He kept trying to achieve his target
তুমি একটা প্রতারক - You are a cheat
সে কিছুই রেখে যায়নি - He has left nothing behind
আপনি কি আমাকে আমার চাবি খুঁজে পেতে সাহায্য করবেন? - Could you help me find my keys?
আমাকে শেষ করতে দাও - Let me finish
আমরা যথেষ্ট বেতন পাই না - We’re not paid enough
৪টা বাজতে ৩ মিনিট বাকি - Three minutes to four
ওয়াশরুমটি (হাত-মুখ ধোয়ার স্থান) কোথায়? - Where is the washroom?
এটা থেকে বিরত থেকো না। - Don’t give it a miss.
আমি নিউ ইয়র্ক থেকে এসেছি - I come from New York
কি হতো যদি তারা কক্সবাজার যাওয়ার মনস্থ করতো? - What if they decided to go to Cox’s Bazar?
বসন্ত কালে গাছে নতুন পাতা জন্মে - Trees put forth new leaves in the spring
আমি আমার পূর্ববর্তী পদ থেকে থেকে ইস্তফা দিয়েছি কারণ ওখানে কোম্পানির সাথে সাথে আমার কর্মজীবনে অগ্রসর হওয়ার সুযোগ বেশি ছিল না - I resigned from my previous position, because I didn’t have enough room to grow with my employers
চালিয়ে যাও - Carry on
আমি খুব কম সময়ই টিভি দেখি - I hardly watch Television
তুমি কি বইখানা পড়ে শেষ করেছ - Have you finished reading the book